Headlines
Loading...
Cloze test without clues rules

Cloze test without clues rules

Close Test and Without Clues Rules for JSC, SSC & HSC

শূন্যস্থানে Noun বসানোর নিয়ম
1. বাক্যের শুরুতে যদি শূন্যস্থানে (_) থাকে এবং পরে মূল verb বা Auxiliary Verb ও Main Verb থাকে তবে শূন্যস্থানে Noun ব্যবহৃত হবে।‌ আর যদি ব্র্যাকেটের word  টি Verb হয়। তাহলে এর সাথে ING যোগ করে দিলেই Noun  হয়ে যাবে।

Example:
---( honest) is always rewarded.
Answer: Honesty is always rewarded.

Note: উপরের Example  এ ব্র্যাকেটে যে Honest word টি রয়েছে তা Adjective য়ার Noun হল Honestly.

ii.---(Swim) is good exercise.
Answer: Swimming is good exercise.
Note: Swim is verb.

2. শূন্যস্থানে বামদিকে Article এবং ডানদিকে Preposition থাকলে শূন্যস্থানে Noun ব্যবহৃত হবে।

Example:
She has done a----( duty) for her.
Answer: She has done duty for her.


3. শূন্যস্থানে বামদিকে Adjective এবং ডানদিকে Preposition থাকলে শূন্যস্থানে Noun ব্যবহৃত হবে।

Example:
They have bought a nice---(gift) for their friends.
Answer: They have bou6a nice gift for their friends.

4. শূন্যস্থানে বামদিকে অথবা ডানদিকে preposition থাকলে শূন্যস্থানে Noun ব্যবহৃত হবে।

Example:
He believes in----(work) for the development of the country.
Answer: He believes in working for the development of the country.

5. শূন্যস্থানে বামদিকে Some/any/few/ a few/ little/ a little/ many/more/ much/ only/ every/ each/ no/ etc.  থাকলে শূন্যস্থানে Noun ব্যবহৃত হবে।

Example:
He has done many---(job).
Answer: He has done many jobs.

6. শূন্যস্থানে বামদিকে Main Verb এবং ডানদিকে Preposition থাকলে শূন্যস্থানে Noun ব্যবহৃত হবে।

Example:
She helped----(Eva) for complete improvement.
Answer: She helped Eva for complete improvement.

7. শূন্যস্থানে বামদিকে Article + Adjective থাকলে শূন্যস্থানে Noun ব্যবহৃত হবে।

Example:
A good---(decide) is pre-condition of success.
Answer: A good decision is the precondition of success.

শূন্যস্থানে Adjective বসানোর নিয়ম

1. শূন্যস্থানে বামদিকে Main Verb এবং ডানদিকে Noun থাকলে শূন্যস্থানে Adjective ব্যবহৃত হবে।

Example:
He is doing----(complicate) work.
Answer: He is doing complicated work.

2. শূন্যস্থানে বামদিকে Subject এবং ডানদিকে Preposition + Noun থাকলে শূন্যস্থানে Adjective ব্যবহৃত হবে।

Example:
The students----(goodness) in English can get better marks.
Answer: The students good at English can get better marks.

3. শূন্যস্থানে বামদিকে Article এবং ডানদিকে Noun থাকলে শূন্যস্থানে Adjective ব্যবহৃত হবে।

Example:
----(Qualify) students never fail.
Answer: Qualified students never fail.

4. শূন্যস্থানে বামদিকে Be Verb এবং ডানদিকে Preposition থাকলে শূন্যস্থানে Adjective ব্যবহৃত হবে।

Example:
Zara is ---- (expert) in any handicrafts.
Answer: Zara is expertness in any handicrafts.

5. শূন্যস্থানে বামদিকে Adverb শূন্যস্থানে Adjective ব্যবহৃত হবে।

Example:
The man is very ----(strength) now
Answer: The man is very strong now

Note: Sentence এ Be verb থাকলে শূন্যস্থানে অবশ্যই Adjective ব্যবহৃত হবে। But, Main verb থাকলে অবশ্যই Adjective ব্যবহৃত হবে।

6. শুরুতেই শূন্যস্থান থাকলে এবং ডানদিকে Subject থাকলে শূন্যস্থানে Adjective or Adverb ব্যবহৃত হবে তবে তা নির্ভর করছে Sentence অর্থের উপর।

Example:
He is---(honest)
Answer: He is honest.

7. শুরুতেই শূন্যস্থান থাকলে এবং ডানদিকে Subject থাকলে শূন্যস্থানে Adjective/ Adverb/Article  ব্যবহৃত হতে পারে, এটা নির্ভর করছে Passage এর অর্থের উপর।

Example:
Some people dream of a good future.

শূন্যস্থানে Verb বসানোর নিয়ম

1. শূন্যস্থানে বামদিকে Adverb এবং ডানদিকে O.W থাকলে শূন্যস্থানে Verb ব্যবহৃত হবে। এক্ষেত্রে Sentence এর অর্থের উপর নির্ভর করে এবং Tense অনুযায়ী Verb ব্যবহার করতে হবে।

Example:
They are ---(work) in the field.
Answer: They are working in the field.

2. শূন্যস্থানে বামদিকে Subject এবং ডানদিকে O.W থাকলে শূন্যস্থানে Verb ব্যবহৃত হবে। 

Example:
The teacher ---(guide) the students properly.
Answer: The teacher guides the students properly.

3. শূন্যস্থানে বামদিকে কিছুই না থাকলে এবং ডানদিকে O.W থাকলে শূন্যস্থানে Verb এর V1 form  ব্যবহৃত হবে। এক্ষেত্রে দেখতে হবে O.W দ্বারা কোন আদেশ, উপদেশ সূচক Sentence প্রকাশ করছে কিনা।

Example:
---(Help) the flood victim.
Answer: Help the flood victim.

4. শূন্যস্থানে বামদিকে Adverb এবং ডানদিকে Noun Phrase (Article + Adverb + Adjective + Noun) থাকলে শূন্যস্থানে  Tense অনুযায়ী Verb ব্যবহৃত হবে। 

Example:
An accordance applicant always ----(qualify) the post.
Answer: An accordance applicant always qualifies the post.

5. অনেক ক্ষেত্রে ব্র্যাকেটের Verb টি Passive Form হয় এবং পরে অন্য একটি Verb এর আগমন ঘটে তাহলে মধ্যে to ব্যবহৃত হবে। 

শূন্যস্থানে Adverb বসানোর নিয়ম

1. Sentence এর শুরুতে শূন্যস্থান এবং ডানদিকে Subject থাকলে শূন্যস্থানে Sentence অর্থের উপর নির্ভর করে Adverb  ব্যবহৃত হতে পারে।

Example:
---(Gradual) Zara changed her lot.
Answer: Gradually Zara changed her lot.

2. Sentence এর শেষে শূন্যস্থান এবং ব্র্যাকেটের পদটি Verb এর দোষ,গুণ, অবস্থা প্রকাশ করলে তা Adverb হবে।

Example:
She speaks ---(Frank)
Answer: She speaks frankly.

3. শূন্যস্থানের বামদিকে Auxiliary Verb এবং ডানদিকে Principal Verb থাকলে শূন্যস্থানে Adverb  ব্যবহৃত হবে।

Example:
John has ---(always) been my best friend.
Answer: John has always been my best friend.

4. শূন্যস্থানের বামদিকে Principal Verb এবং ডানদিকে Adjective থাকলে শূন্যস্থানে Adverb  ব্যবহৃত হবে।

Example:
He is ---(complete) gentle.
Answer: He is completely gentle.

5. শূন্যস্থানের বামদিকে Article এবং ডানদিকে Adjective থাকলে শূন্যস্থানে Adverb  ব্যবহৃত হবে।

Example:
She is a ---(very), active girl.
Answer: She is a very active girl.

6. শূন্যস্থানের বামদিকে Main verb এবং ডানদিকে Preposition + Adverb + Adjective + Noun (এদের মধ্যে Adjective, Adjective ও Noun থাকতে হবে) থাকলে শূন্যস্থানে Adverb  ব্যবহৃত হবে।

Example:
He talks ---(loud) in any matter.
Answer: He talks loudly in any matter.

শূন্যস্থানে Preposition বসানোর নিয়ম

1. শূন্যস্থানের বামদিকে Adjective এবং ডানদিকে Noun থাকলে শূন্যস্থানে Preposition ব্যবহৃত হবে।

Example: Milton is good at administration.

2. শূন্যস্থানের বামদিকে Principal Verb এবং ডানদিকে Noun phrase (Article + Adverb + Adjective + Noun) থাকলে শূন্যস্থানে Preposition  ব্যবহৃত হবে।

 Example: He is in a good position.

3. শুরুতেই শূন্যস্থান এবং ডানদিকে Noun Phrase (Article + Adverb/Adjective + Noun) থাকলে শূন্যস্থানে Preposition  ব্যবহৃত হবে।

Example: In the poorest condition a woman can't think of entertainment.

4. শূন্যস্থানের বামদিকে Noun/Noun Phrase এবং ডানদিকে Noun/Noun Phrase থাকলে শূন্যস্থানে preposition  ব্যবহৃত হবে।

Example: It is an effective method for improvement.

শূন্যস্থানে Conjunction বসানোর নিয়ম

1. শূন্যস্থানের বামদিকে Full Sentence এবং ডানদিকে Full Sentence থাকলে শূন্যস্থানে Conjunction  ব্যবহৃত হবে।

Example: He went to Dhaka and my friend met me.

2. শূন্যস্থানের বামদিকে Subject-1 এবং ডানদিকে Subject-2 থাকলে শূন্যস্থানে Conjunction  ব্যবহৃত হবে। কোন কোন ক্ষেত্রে Preposition ব্যবহৃত হতে পারে।

Example: John and Andrew took the decision at last.

0 Comments:

To be published, comments must be reviewed by the administrator.*Remember to Keep Comments Respectful and Avoid spamming!