Grammar
Transformation of sentences
Transformation of sentences rules Bangla
Simple
sentence (সরল বাক্য): যে sentence এ একটি মাত্র subject ও একটি মাত্র Finite verb থাকে তাকে simple sentence
বলে।
Example: The boys play football.
Complex
sentence (জটিল বাক্য): যে sentence এ একটি principal
Clause এবং এক বা একাধিক subordinate
clause/dependent clause থাকে তাকে complex
sentence বলে।
Subordinate
clause এর শুরুতে
if/ though /although/as/because/ so that/ that/ until/ till/ unless/ when/ why/
who/ which/ where/ how/before/ after/ whether/ while বসে।
Example:
Although he is rich, he is honest.
Compound
sentence (যৌগিক বাক্য): যদি কোন sentence এ একাধিক principal
Clause and, or, yet, and so, therefore, etc. co-coordinating conjunction দ্বারা যুক্ত হয় তাকে compound
sentence বলে।
Example: He is rich but he is honest.
Transformation of sentences Simple to complex
👉Present participle যুক্ত simple sentence কে complex sentence এ পরিবর্তন করার নিয়ম।
1. প্রথমে since/as/when বসে। কারণ বুঝালে Since বা As. সময় বুঝালে When বসে।
2. দ্বিতীয় অংশের subject বসে।
3. দ্বিতীয় অংশের Tense অনুযায়ী প্রথম অংশের Tense হয়।
4. দ্বিতীয় অংশের subject বসে। 5. কমা অপরিবর্তিত থাকে।
Simple: closing the
door, I went back to work.
Complex: When I closed the door, I went to work.
Complex: When I closed the door, I went to work.
👉Being/V1+ing যুক্ত simple sentence
কে complex
sentence এ পরিবর্তন করার নিয়ম।
1.
প্রথমে since/as/when বসে।
2. Being যুক্ত sentence এ subject না থাকলে একই subject দুটি sentence এ বসে।
3. দ্বিতীয় অংশের tense অনুযায়ী প্রথম অংশের tense হয়।
4. Sentence এর মাঝে কমা বসে।
2. Being যুক্ত sentence এ subject না থাকলে একই subject দুটি sentence এ বসে।
3. দ্বিতীয় অংশের tense অনুযায়ী প্রথম অংশের tense হয়।
4. Sentence এর মাঝে কমা বসে।
Simple: The water being
very hot, I could not drink it.
Complex: since the water was very hot, I could not drink it.
Complex: since the water was very hot, I could not drink it.
👉Too + adjective+
to যুক্ত simple sentence
কে complex
sentence এ পরিবর্তন করার নিয়ম।
1.প্রথমে Subject ও Verb বসে।
2. Too এর পরিবর্তে so বসে এবং to এর পূর্ব পর্যন্ত বসে।
3. To এর পরিবর্তে that বসে ও ও পুনরায় subject বসে।
4. Tense অনুসারে cannot /could not বসে।
5. To এর পরবর্তী অংশ বসে।
2. Too এর পরিবর্তে so বসে এবং to এর পূর্ব পর্যন্ত বসে।
3. To এর পরিবর্তে that বসে ও ও পুনরায় subject বসে।
4. Tense অনুসারে cannot /could not বসে।
5. To এর পরবর্তী অংশ বসে।
Simple: He is too weak
to walk.
Complex: He is so weak that he cannot walk.
Complex: He is so weak that he cannot walk.
👉উদ্দেশ্যমূলক simple sentence
কে complex
sentence এ পরিবর্তন করার নিয়ম।
1.
প্রথমে subject ও verb বসে।
2. To এর পরিবর্তে so that বসে।
3. পুনরায় প্রদত্ত subject বসে।
4. Tense অনুসারে can, could, may, might বসে।
5. To এর পরবর্তী অংশ বসে।
2. To এর পরিবর্তে so that বসে।
3. পুনরায় প্রদত্ত subject বসে।
4. Tense অনুসারে can, could, may, might বসে।
5. To এর পরবর্তী অংশ বসে।
Simple: He works hard to prosper
in life.
Complex: He works hard so that he can prosper in life.
Complex: He works hard so that he can prosper in life.
👉In spite
of/Despite simple sentence কে complex sentence এ পরিবর্তন করার নিয়ম।
1. In spite of/despite এর পরিবর্তে though/although
বসে।
2. Possessive case এর subjective form
বসে।
3. দ্বিতীয় অংশের tense অনুসারে প্রথম অংশের Tense বসে।
4. দ্বিতীয় subject এর পূর্বে কমা বসে।
Simple: In spite of his
being healthy, he is lazy.
Complex: Though he is healthy, he is lazy.
Complex: Though he is healthy, he is lazy.
👉Because of যুক্ত simple sentence
কে complex
sentence এ পরিবর্তন করার নিয়ম।
1. Because of এর পরিবর্তে Since/As বসে।
2. Possessive case এর Subjective form
বসে।
3. দ্বিতীয় অংশের Tense অনুসারে প্রথম অংশের Tense বসে।
4. দুটি sentence এর মাঝে কমা বসে।
Simple: Because of my
illness, I could not attend the meeting.
Complex: Since I was ill, I could not attend the meeting.
Complex: Since I was ill, I could not attend the meeting.
👉Subject+
verb+ Object+ present participle যুক্ত simple sentence কে complex
sentence এ পরিবর্তন করার নিয়ম।
1. প্রথমে subject + verb + Object বসে।
2. Object এর relative pronoun বসে।
3. Tense ও noun অনুযায়ী be verb বসে।
4. Present participle সহ বাকি অংশ বসে।
Simple: I saw a bird
flying.
Complex: I saw a bird which/that was flying.
Complex: I saw a bird which/that was flying.
Note: তবে pronominal
Object (me, us, you, him, them, her) থাকলে নিয়মটি হবে নিম্নরূপ ।
1. Subject + verb+ that/when বসে।
2. Object টির subjective form
বসে।
3. Tense অনুসারে be verb বসে।
4. Present participle সহ বাকি অংশ বসে।
Simple: I saw him
walking.
Complex: I saw that he was walking.
Complex: I saw that he was walking.
👉Subject +verb +
adjective + noun যুক্ত simple sentence
কে complex sentence
এ পরিবর্তন করার নিয়ম।
1.
প্রথমে subject + verb +
noun বসে।
2. Noun এর relative pronoun বসে।
3. Tense ও noun অনুযায়ী be verb বসে।
4. শেষে adjective টি বসে।
2. Noun এর relative pronoun বসে।
3. Tense ও noun অনুযায়ী be verb বসে।
4. শেষে adjective টি বসে।
Simple: I saw a lame
man.
Complex: I saw a man who was lame.
Complex: I saw a man who was lame.
Note: তবে adjective টি subject কে qualify করলে নিয়মটি হয় নিম্নরূপ।
1.প্রথমে it বসে।
2. Tense অনুযায়ী be verb বসে
3. Subject বসে
4. Subject এর relative pronoun বসে
5. Verb+ adjective বসে
2. Tense অনুযায়ী be verb বসে
3. Subject বসে
4. Subject এর relative pronoun বসে
5. Verb+ adjective বসে
Simple: Health is
wealth.
Complex: It is health which is wealth.
Complex: It is health which is wealth.
Transformation of sentences Simple to compound
👉Present participle যুক্ত simple sentence কে compound sentence পরিবর্তন করার নিয়ম।
1.
দ্বিতীয় অংশের subject প্রথমে বসে।
2. দ্বিতীয় অংশের Tense অনুসারে প্রথম অংশের tense গঠন করতে হয়।
3. কমা এর পরিবর্তে and বসে।
4. দ্বিতীয় অংশের subject উঠে যায়।
3. কমা এর পরিবর্তে and বসে।
4. দ্বিতীয় অংশের subject উঠে যায়।
Simple: closing the
door, I went to work.
Compound: I closed the door and went to work.
Compound: I closed the door and went to work.
👉Having বা Perfect Participle যুক্ত Simple sentence
কে Compound
sentence এ পরিবর্তন করার নিয়ম।
1.
দ্বিতীয় অংশের subject প্রথমে বসে।
2. দ্বিতীয় অংশের tense অনুসারে প্রথম অংশের Tense হয়।
3. কমা এর পরিবর্তে and বসে।
4. দ্বিতীয় অংশের subject উঠে যায়।
2. দ্বিতীয় অংশের tense অনুসারে প্রথম অংশের Tense হয়।
3. কমা এর পরিবর্তে and বসে।
4. দ্বিতীয় অংশের subject উঠে যায়।
Simple: Having
forgotten him, I went to work.
Compound: I had forgotten him and went to work.
Compound: I had forgotten him and went to work.
👉Being যুক্ত simple sentence
কে compound
sentence এ পরিবর্তন করার নিয়ম।
1.
প্রথম অংশের subject না থাকলে দ্বিতীয় অংশের subject প্রথমে বসে।
2. দ্বিতীয় অংশের Tense অনুসারে প্রথম অংশের Tense হয়।
3. কমা এর পরিবর্তে and বসে।
4. দ্বিতীয় অংশের subject উঠে যায়।
2. দ্বিতীয় অংশের Tense অনুসারে প্রথম অংশের Tense হয়।
3. কমা এর পরিবর্তে and বসে।
4. দ্বিতীয় অংশের subject উঠে যায়।
Simple: Being honest,
he could not tell a lie.
Compound: He was honest and could not tell a lie.
Compound: He was honest and could not tell a lie.
👉Too + adjective+
to যুক্ত simple sentence
কে compound
sentence এ পরিবর্তন করার নিয়ম।
1. Too এর পরিবর্তে very বসে।
2. To এর পরিবর্তে and বসে এবং পুনরায় subject বসে।
3. Tense অনুযায়ী cannot /could
not বসে।
Simple: He is too weak
to walk.
Compound: He is very weak and he cannot walk.
Compound: He is very weak and he cannot walk.
👉In spite
of/despite যুক্ত simple sentence
কে compound
sentence এ পরিবর্তন করার নিয়ম।
1.
In spite of/despite উঠে যায়।
2. Possessive case এর subjective form বসে।
3. কমা এর পরিবর্তে but বসে।
4. দ্বিতীয় অংশের tense অনুসারে প্রথম অংশের tense হয়
5. দ্বিতীয় অংশের subject উঠে যায়।
2. Possessive case এর subjective form বসে।
3. কমা এর পরিবর্তে but বসে।
4. দ্বিতীয় অংশের tense অনুসারে প্রথম অংশের tense হয়
5. দ্বিতীয় অংশের subject উঠে যায়।
Simple: In spite of his
dishonesty, he was rewarded.
Compound: He was dishonest but rewarded.
Compound: He was dishonest but rewarded.
Note: In
spite of/despite এর পরে যদি cold, fog,
rough, weather, ing যুক্ত impersonal verb থাকলে তবে structure হবে নিম্নরূপ।
1.
In spite of despite উঠে গিয়ে it বসে।
2. দ্বিতীয় অংশের Tense অনুসারে tense হবে।
3. কমা উঠে but বসে।
2. দ্বিতীয় অংশের Tense অনুসারে tense হবে।
3. কমা উঠে but বসে।
Simple: In spite of
rough weather, we reached there on time
Compound:
It was rough weather but we reached there on time.
👉Without+ Gerund যুক্ত simple sentence
কে compound
sentence এ পরিবর্তন করার নিয়ম।
1.
without উঠে যায়।
2. ING যুক্ত verb এর V1 form বসে।
3. কমা এর পরিবর্তে or বসে।
2. ING যুক্ত verb এর V1 form বসে।
3. কমা এর পরিবর্তে or বসে।
Simple: Without going, you will die.
Compound: Go or you will die.
Or Go or die.
Transformation of sentences Complex to Simple
👉Since/as/when
যুক্ত complex
sentence এর উভয় অংশের subject এক হলে এবং উভয় অংশে মূল verb থাকলে তাকে simple করার নিয়ম।
1.
Since as when উঠে যায়।
2. মূল verb এর সাথে ING যোগ করতে হয়।
3. দ্বিতীয় অংশের subject এর স্থনে প্রথম অংশের subject বসে।
4. দ্বিতীয় clause এর পূর্বে কমা বসে।
2. মূল verb এর সাথে ING যোগ করতে হয়।
3. দ্বিতীয় অংশের subject এর স্থনে প্রথম অংশের subject বসে।
4. দ্বিতীয় clause এর পূর্বে কমা বসে।
Complex:
Since
the old man killed the bird, he was punished.
Simple: Killing the bird, the old man was punished.
Simple: Killing the bird, the old man was punished.
👉দুটি clause এর subject ভিন্ন হলে এবং প্রথম clause টিতে auxiliary verb থাকলে তাকে simple sentence
করার নিয়ম।
1.
Since as when উঠে যায়।
2. প্রথমে অংশের subject বসে।
3. Am/is/are/was/were থাকলে being এবং have/has/had থাকলে having বসে।
4. বাকি অংশ অপরিবর্তিত থাকে।
2. প্রথমে অংশের subject বসে।
3. Am/is/are/was/were থাকলে being এবং have/has/had থাকলে having বসে।
4. বাকি অংশ অপরিবর্তিত থাকে।
Complex: Since the water
was salty, they could not drink it.
Simple: The water being salty, they could not drink it.
Simple: The water being salty, they could not drink it.
👉Though/although যুক্ত complex
sentence কে simple sentence
এ পরিবর্তন করার নিয়ম।
1.
Though although এর পরিবর্তে In spite of বসে।
2. Subject এর possessive form বসে।
3. মূল verb থাকলে তার সাথে ING যোগ করতে হয় । কিন্তু am/is/are/was/were থাকলে being এবং have/has/had থাকলে having বসে।
4. বাকি অংশ বসে।
2. Subject এর possessive form বসে।
3. মূল verb থাকলে তার সাথে ING যোগ করতে হয় । কিন্তু am/is/are/was/were থাকলে being এবং have/has/had থাকলে having বসে।
4. বাকি অংশ বসে।
Complex: Though he tried
hard, he could not pass the exam.
Simple: In spite of his trying hard, he could not pass the exam.
Simple: In spite of his trying hard, he could not pass the exam.
👉So that যুক্ত complex
sentence কে simple sentence
এ পরিবর্তন করার নিয়ম।
1.
প্রথমে so এর পূর্ব পর্যন্ত বসে।
2. So that এর পরিবর্তে to বসে।
3. So that সহ can could may might উঠে যায়।
4. বাকি অংশ বসে।
2. So that এর পরিবর্তে to বসে।
3. So that সহ can could may might উঠে যায়।
4. বাকি অংশ বসে।
Complex: He worked hard
so that he could prosper in life.
Simple: He worked hard to prosper in life.
Simple: He worked hard to prosper in life.
👉So... that যুক্ত complex
sentence কে simple sentence
এ পরিবর্তন করার নিয়ম।
1.
Subject ও verb বসে।
2. So এর পরিবর্তে too বসে।
3.That এর পরিবর্তে to বসে।
4. That থেকে not পর্যন্ত উঠে যায়।
5. বাকি অংশ বসে।
2. So এর পরিবর্তে too বসে।
3.That এর পরিবর্তে to বসে।
4. That থেকে not পর্যন্ত উঠে যায়।
5. বাকি অংশ বসে।
Complex: He is so poor
that he cannot buy a car
Simple: He is too poor to buy a car.
Simple: He is too poor to buy a car.
👉If দ্বারা গঠিত শর্তমূলক হ্যা/না বোধক Complex
sentence কে Simple sentence
এ পরিবর্তন করার নিয়ম।
1.
প্রথমে without বসে
negative/affirmative হলে by বসে।
2. If থেকে verb এর পূর্ব পর্যন্ত উঠে যায়
3. মূল verb এর সাথে ING যোগ করতে হয়।
4. Verb এর পরের অংশ বসে।
5. দ্বিতীয় clause টি অপরিবর্তিত থাকে।
2. If থেকে verb এর পূর্ব পর্যন্ত উঠে যায়
3. মূল verb এর সাথে ING যোগ করতে হয়।
4. Verb এর পরের অংশ বসে।
5. দ্বিতীয় clause টি অপরিবর্তিত থাকে।
Complex: If you do not
work hard, you will not prosper in life.
Simple: without working hard, you will not prosper in life.
Simple: without working hard, you will not prosper in life.
👉Relative Pronoun যুক্ত Complex
sentence কে Simple sentence এ পরিবর্তন করার নিয়ম।
1.
Relative pronoun উঠে যায়।
2. Relative pronoun এর পর সাহায্যকারী verb থাকলে উঠে যায়।
3. পরবর্তী অংশের মূল verb এর সাথে ING যোগ করতে হয়।
4. বাকি অংশ বসে।
2. Relative pronoun এর পর সাহায্যকারী verb থাকলে উঠে যায়।
3. পরবর্তী অংশের মূল verb এর সাথে ING যোগ করতে হয়।
4. বাকি অংশ বসে।
Complex: The writer
lived in a cabin that belonged to the orphanage
Simple: The writer lived in a cabin belonging to the orphanage.
Simple: The writer lived in a cabin belonging to the orphanage.
👉When যুক্ত সময় নির্দেশক complex
sentence কে simple sentence এ পরিবর্তন করার নিয়ম।
1. When উঠে যায় + When এর পরে যে subject (it) ও verb থাকে তা উঠে যায়।
2. কম সময় থাকলে at in বসে।
3. ঋতু থাকলে তার পূর্বে in বসে।
4. বয়সের উল্লেখ থাকলে তার পূর্বে at the age of বসে।
Complex: When it was
daylight, I was half awakened by the sound of chipping.
Simple: At daylight, I was half awakened by the sound of chopping.
Simple: At daylight, I was half awakened by the sound of chopping.
Note: তবে when দ্বারা কোন সময় না বুঝিয়ে কাজ চলা বুঝালে তখন At the time of
when যুক্ত অংশের ING verb টি + বাকি Clause টি বসে।
Complex: When it was raining, he woke up.
Simple: At the time of raining, he woke up.
Note: when যুক্ত অংশে কোন Personal subject এর উল্লেখ থাকলে উক্ত Subject এর Possessive রূপ বসে।
Complex: When they were playing, it began to rain.
Simple: At the time of their playing, it began to rain.
Transformation of sentences Complex to Compound
👉Since as when যুক্ত complex
sentence কে compound
sentence এ পরিবর্তন করার নিয়ম।
1.
Since/ As/ When উঠে যায়।
2. কমা /দুটি clause এর মাঝে and বসে।
3. বাকি অংশ অপরিবর্তিত থাকে।
2. কমা /দুটি clause এর মাঝে and বসে।
3. বাকি অংশ অপরিবর্তিত থাকে।
Complex: Since the
writer was young, he could not refuse the proposal of the lady guest.
Compound: The writer was young and he couldn't refuse the proposal of the lady guest.
Compound: The writer was young and he couldn't refuse the proposal of the lady guest.
👉Though/although যুক্ত complex
sentence কে compound
sentence এ পরিবর্তন করার নিয়ম।
1.
Though/although উঠে যায়।
2. প্রথমে Clause টি বসে।
3. কমা এর পরিবর্তে but বসে। দ্বিতীয় Clause এর Subject উঠে যায়।
4. বাকি অংশ বসে।
2. প্রথমে Clause টি বসে।
3. কমা এর পরিবর্তে but বসে। দ্বিতীয় Clause এর Subject উঠে যায়।
4. বাকি অংশ বসে।
Complex:
Though
he tried to pray, he could not get rid of the curse.
Compound: He tried to pray but could not get rid of the curse.
Compound: He tried to pray but could not get rid of the curse.
👉Relative pronoun
যুক্ত complex
sentence কে compound
sentence
এ পরিবর্তন করার নিয়ম।
1.
Relative pronoun টির জায়গায় and বসে।
2. প্রথম sentence এর Object টি subject হিসেবে বসে।
2. প্রথম sentence এর Object টি subject হিসেবে বসে।
Complex: The writer took
a cabin that was small.
Compound: The writer took a cabin and it was small.
Compound: The writer took a cabin and it was small.
👉If যুক্ত complex
sentence কে compound
sentence এ পরিবর্তন করার নিয়ম।
1.
If থেকে not পর্যন্ত উঠে যায়।
2. Sentence টি negative হলে কমা এর পরিবর্তে or এবং affirmative হলে and বসে।
3. বাকি অংশ অপরিবর্তিত থাকে।
2. Sentence টি negative হলে কমা এর পরিবর্তে or এবং affirmative হলে and বসে।
3. বাকি অংশ অপরিবর্তিত থাকে।
Complex: If you do not
move, you will die.
Compound: Move or you will die.
Compound: Move or you will die.
Transformation of sentences Compound to Simple
👉And যুক্ত compound
sentence এর উভয় অংশের subject যদি এক হয় এবং উভয় অংশে মূল verb থাকলে এর নিয়ম।
1.
মূল verb এর সাথে ING যোগ করতে হয়।
2. And এর পরিবর্তে কমা বসে।
3. প্রথম অংশের subject বসে।
4. বাকি অংশ বসে।
2. And এর পরিবর্তে কমা বসে।
3. প্রথম অংশের subject বসে।
4. বাকি অংশ বসে।
Compound:
I
went to market and bought a shirt.
Simple: Going to market, I bought a shirt.
Simple: Going to market, I bought a shirt.
👉And এর উভয় বাক্যের subject ভিন্ন হলে এবং প্রথম clause এ am/
is/are/was/were/have/has had থাকলে এর নিয়ম।
1.
প্রথমে
am/is/are/was/were থাকলে being এবং have/has/had থাকলে having বসে।
2. And এর পরিবর্তে কমা বসে।
3. বাকি অংশ বসে।
2. And এর পরিবর্তে কমা বসে।
3. বাকি অংশ বসে।
Compound: The sun had set
and we returned home.
Simple: The sun having set, we returned home.
Simple: The sun having set, we returned home.
👉Or যুক্ত Compound
sentence কে Simple sentence এ পরিবর্তন করার নিয়ম।
1.
প্রথমে without বসে।
2. মূল verb এর সাথে ING যুক্ত হয়।
3. Or এর পরিবর্তে কমা বসে।
4. বাকি অংশ বসে।
2. মূল verb এর সাথে ING যুক্ত হয়।
3. Or এর পরিবর্তে কমা বসে।
4. বাকি অংশ বসে।
Compound:
Walk
fast or you cannot get the train.
Simple: Without walking fast, you cannot get the train.
Simple: Without walking fast, you cannot get the train.
👉But যুক্ত Compound
sentence কে Simple sentence এ পরিবর্তন করার নিয়ম।
1.
প্রথমে In spite of বসে।
2. Subject এর possessive form বসে।
3. Am/is/are/was/were থাকলে being এবং have/has/had এর পরিবর্তে having বসে। কিন্তু মূল verb থাকলে ING হয়।
4. But এর পরিবর্তে কমা বসে।
5. বাকি অংশ বসে।
2. Subject এর possessive form বসে।
3. Am/is/are/was/were থাকলে being এবং have/has/had এর পরিবর্তে having বসে। কিন্তু মূল verb থাকলে ING হয়।
4. But এর পরিবর্তে কমা বসে।
5. বাকি অংশ বসে।
Compound: He is I'll but
he can run fast.
Simple: In spite of his illness, he can run fast.
Simple: In spite of his illness, he can run fast.
👉সময় নির্দেশক compound
sentence কে simple sentence এ পরিবর্তন করার নিয়ম।
1.
সময় বাচক clause এর subject (it) ও verb উঠে যায়।
2. সময় বাচক অংশটি বসে।
3. And এর পরিবর্তে কমা বসে।
4. বাকি অংশ বসে।
2. সময় বাচক অংশটি বসে।
3. And এর পরিবর্তে কমা বসে।
4. বাকি অংশ বসে।
Compound: It was twenty
years ago and I was living in London.
Simple: Twenty years ago, I was living in London.
Simple: Twenty years ago, I was living in London.
Transformation of sentences Compound to Complex
👉And যুক্ত Compound
sentence কে Complex
sentence এ পরিবর্তন করার নিয়ম।
1.
প্রথম clause কারণ বুঝালে since/as এবং সময় বুঝালে When বসে।
2. প্রথম Clause টি বসে।
3.and এর পরিবর্তে কমা বসে এবং প্রথম subject এর pronoun form বসে।
4. দ্বিতীয় clause টি বসে।
2. প্রথম Clause টি বসে।
3.and এর পরিবর্তে কমা বসে এবং প্রথম subject এর pronoun form বসে।
4. দ্বিতীয় clause টি বসে।
Compound: The writer was
poor and could not taste caviare.
Complex: Since the writer was poor, he could not taste caviare.
Complex: Since the writer was poor, he could not taste caviare.
Note: প্রথম clause টি শর্ত বুঝালে complex
sentence
1.
প্রথমে if বসে।
2. দ্বিতীয় অংশের subject বসে।
3. And এর পরিবর্তে কমা বসে।
4. বাকি অংশ বসে।
2. দ্বিতীয় অংশের subject বসে।
3. And এর পরিবর্তে কমা বসে।
4. বাকি অংশ বসে।
Compound: Work hard and
you will shine in life.
Complex: If you work hard, you will shine in life.
Complex: If you work hard, you will shine in life.
👉But যুক্ত compound
sentence কে complex
sentence
এ পরিবর্তন
করার নিয়ম।
1.
প্রথমে though/although
বসে।
2. প্রথম clause বসে।
3. But এর পরিবর্তে কমা বসে।
4. প্রথম অংশের subject দ্বিতীয় অংশে বসে।
5. দ্বিতীয় clause টি বসে।
2. প্রথম clause বসে।
3. But এর পরিবর্তে কমা বসে।
4. প্রথম অংশের subject দ্বিতীয় অংশে বসে।
5. দ্বিতীয় clause টি বসে।
Compound: He ran fast but
could not get the train.
Complex: Though he ran fast, he could not get the train.
Complex: Though he ran fast, he could not get the train.
👉Or যুক্ত Compound
sentence কে Complex
sentence
এ পরিবর্তন
করার নিয়ম।
1.
প্রথমে if + দ্বিতীয় অংশের subject বসে।
2. Do not এবং প্রথম clause টি বসে।
3. Or এর পরিবর্তে কমা বসে
4. দ্বিতীয় Clause টি বসে।
2. Do not এবং প্রথম clause টি বসে।
3. Or এর পরিবর্তে কমা বসে
4. দ্বিতীয় Clause টি বসে।
Compound: Work hard or you cannot prosper in life.
Complex: If you do not work hard, you cannot prosper in life.
0 Comments:
To be published, comments must be reviewed by the administrator.*Remember to Keep Comments Respectful and Avoid spamming!