Pronoun Reference Rules

Pronoun reference সম্পর্কে জানার আগে আমাদের Pronoun সম্পর্কে জানতে হবে। নিচে Pronoun সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। Noun এর বা Noun জাতীয় শব্দের পরিবর্তে যে Word ব্যবহৃত হয় তাকে Pronoun বলে।

Classification of Pronoun

1. Personal Pronoun( I, we, you, he, she, it, they, me, us, him, her. Them)
2. Demonstrative Pronoun(This, that, such, these, those)
3. Distribution Pronoun(Each, every, either, neither)
4. Indefinite Pronoun(One, some, any, none, both, many)
5. Relative Pronoun(Who, which, what, whom, whose, that, but, the same...as, such. As)
6. Interrogative Pronoun(Who, which, what, whose, whom)
7. Reflexive/Emphatic Pronoun(Myself, himself, herself, yourself, yourselves, themselves)
8. Reciprocal Pronoun(Each other, one another)

1. Personal Pronoun: যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুুর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে Personal Pronoun বলে। Example: He, She, They etc.

2. Demonstrative Pronoun: যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুুর পরিবর্তে বসে উহাকে বিশেষভাবে নির্দেশ করে সে Pronoun কে Demonstrative Pronoun বলে।

Example:
1. This is my book.
2. These are my pens.

উপরের Sentence গুলিতে This, these Pronoun গুলি কতিপয় Noun (book, pens) এর পরিবর্তে বসে তাদেরকে নির্দেশ করছে। সুতরাং ইহা Demonstrative Pronoun.

3. Distribution Pronoun: যে Pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করে তাকে Distribution Pronoun বল।

Example:
1. Each of the boys will get a pen.
2. Either of the two pens will do.
3. Neither of the two pens is good.
4. Everyone of them is present.

এখানে Each অনেকের মধ্যে প্রত্যেককে, Either ও Neither দুটির মধ্যে প্রত্যেকটিকে এবং Everyone বহুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে বুঝানো হয়েছে। তাই তারা Distribution Pronoun।

Note: Distribution Pronoun এর পরে Verb Singular হয় এবং ইহার সংগে সম্পর্কযুক্ত Noun বা Pronoun Singular হয়।

4. Indefinite Pronoun: কোন বিশেষ ব্যক্তি বা বস্তুুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুুকে বুঝতে যে Pronoun ব্যবহৃত হয় তাকে Indefinite Pronoun বলে।

Example:
1. Some are born genius.
2. None of them helped him.

5. Relative Pronoun: Re শব্দের অর্থ পিছনে এবং pronoun শব্দের অর্থ সম্পর্ক। সুতরাং Pronoun পূর্বে উল্লেখিত কোন Noun এর পরে বসে তার সহিত সম্পর্ক স্থাপন করে এবং সে সংগে দুটি Sentence কে যুক্ত করে তাকে Relative Pronoun বলে।

Example:
1. I saw the fisherman who was catching fish.
2. This is the house Which I want to buy.

6. Interrogative Pronoun: যে Pronoun কোন প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহৃত হয় তাকে Interrogative Pronoun বলে।

Example:
1. What do you want?
2. Who did the work?
3. Whose is this pen?

7. Reflexive Pronoun: Personal Pronoun এর সংগে self or selves যুক্ত হয়ে কোন Pronoun যখন Object এর স্থান গ্রহণ করে এবং পশ্চাতে ফিরে পুনরায় Subject কে নির্দেশ করে তাকে Reflexive Pronoun বল।

Example:
1. He killed himself.
2. She fanned herself.

8. Reciprocal Pronoun:
যে Pronoun দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পর বুঝায় তাকে Reciprocal Pronoun:  বলে।

Example:
1. The two brothers help each other.
2. They love one another.

Pronoun Reference

What is the Pronoun reference?

Sentence- এ ব্যবহূত Noun Substitute বা Pronoun গুলাে সঠিকভাবে Antecedent / Noun অনুযায়ী ব্যবহার করার প্রক্রিয়াই Pronoun Referencing হিসেবে পরিচিত।Sentence- এ যখন একাধিক Noun বা Noun phrase থাকে তখন যে Noun- টির পরিবর্তে Pronoun ব্যবহৃত হবে তা সঠিকভাবে চিহ্নিত করে উপযুক্ত. Pronoun ব্যবহার করতে হয়। আবার সব সময় যে Noun- টির পরিবর্তে Pronoun ব্যবহূত হবে এমনটিও নয়। যদি কোনাে Pronoun দ্বারা উক্ত Noun কে স্পষ্টভাবে  (clear) নির্দেশ করা সম্ভব না হয় তাহলে সে Noun- টির পুনরাবৃত্তি (Repeat) করতে হবে ।

মনে রাখতে হবে , পূর্ববর্তী বাক্যের যে Noun বা Noun Phrase অনুযায়ী পরবর্তীতে Pronoun / Noun ব্যবহার করা হয় সে Noun বা Noun Phrase- কে বলা হয় Antecedent । অর্থাৎ Antecedent অনুযায়ী Pronoun ব্যবহার করা হয়। নিচের উদাহরণটি লক্ষ করুন:

Example:
1. John is a good student. He goes to school every day.

উপরের Sentence এ He দ্বারা John- কে নির্দেশ করা হয়েছে এবং তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে । তাই এ বাক্যে pronoun ( He ) - টির যথার্থ ব্যবহার করা হয়েছে। এখানে Antecedent হচ্ছে John।

আবার লক্ষ করুন: John and Peter are friends. He is a good boy. But he is a bad boy.

উপরে Sentence- এ Pronoun (He , he) ব্যবহূত হয়েছে ঠিকই কিন্তু এগুলাে দ্বারা কে (Antecedent) good আর কে (Antecedent) bad তা স্পষ্ট (clear) নয় , অস্পষ্ট (unclear)। তাই এখানে Pronoun- এর ব্যবহার সঠিক হয়নি। এক্ষেত্রে লিখতে হবে:

1. John and Peter are friends. John is a good boy. But Peter is a bad boy.
2. Or John and Peter are friends. John is a good boy. But the other is a bad boy.

সুতরাং Sentence- এ pronoun- এর এ জাতীয় ব্যবহারই ইংরেজি গ্রামারে Pronoun referenceing বলে।
Some Points of Antecedent Pronoun ও Antecedent অঙ্গাঙ্গিভাবে জড়িত। Antecedent ছাড়া কোনাে Pronoun যেমন ব্যবহার করা যায় না তেমনি unclear / faulty pronoun reference- এর ক্ষেত্রে Antecedent অনুযায়ী একটা সুস্পষ্ট ও সঠিক Pronoun বসানাে একান্ত প্রয়ােজন । এ উদ্দেশ্যে Antecedent- এর নিম্নলিখিত ব্যবহারগুলাে জানা অজব জরুরি। Antecedent সৰসময় Relative pronoun- এর পূর্বে ব্যবহূত হয়।

Example:
1. I know the man who came yesterday.
2. This is the place where I live in London.

→Antecedent এর Number, Person ও Gender  অনুযায়ী Relative Pronoun এর Number, Person and Gender নির্ধারিত হয় । Singular Antecedent সবসময় Singular verb এবং Plural antecedent সবসময় Plural verb গ্রহণ করে ।
Pronoun Reference Rules
Example:
1. Do you know the boys who are playing in the field?
2. It is you who have got A +.

→Relative Pronoun- এর Antecedent হিসেবে They- এর পরিবর্তে Those ব্যবহৃত হয়.

Example:
1. Those who came here yesterday are my friends.
2. Those who are industrious can shine in life.

I/Me/My/Mine/Myself

→বক্তা বা লেখক তার নিজেকে বোঝানোর জন্য Subject হিসেবে I, Object হিসেবে me, Possessive হিসেবে my/mine, Reflexive হিসেবে myself ব্যবহৃত হয়।

Example:
1. I think he is honest. (Subject)
2. Don't disturb me. (Object)
3. This is my book. (Possessive)
4. This pen is mine. (Possessive)
5. I help myself. (Reflexive)
We / Us / Our / Ours / Ourselves 

→বক্তা বা শ্রোতা তার নিজেকেসহ অন্যদেরকে বোঝানোর জন্য Subject হিসেবে We, object হিসেবে Us, Possessive হিসেবে Our/Ours, Reflexive হিসেবে Ourselves ব্যবহৃত হয়।

Example:
1. We have moved to England. (Subject )
2. We will take the dog with us. (Object)
3. Our staple food is rice. (possessive)
4. Their house is very similar to ours. ( Possessive )
5. We shouldn't blame ourselves for what happened. (Reflexive)

→সাধারণভাবে লােকজনকে বােঝানোর জন্যও we ব্যবহৃত হয় ।

Example:
1. We should take care of our historic buildings. ( People in general )
2. We live on a complex planet. (People in general)

You/Your/Yours /Yourself

→শ্রাতা বা শ্রোতার group বা দলকে বােঝানাের জন্য subject ও object হিসেবে you , possessive হিসেবে your বা yours এবং reflexive pronoun হিসেবে yourself / yourselves ব্যবহূত হয় ।

Example:
1. You are a good girl. (Subject )
2. I think she told you the matter. (Object)
3. This is your pen. (Possessive)
4. This pen is yours. (Possessive)
5. You have done the mistake yourself. (Reflexive)

→সাধারণভাবে লোকজনকে বােঝানাের জন্যও you ব্যবহার করা হয়ে থাকে ।

Example:
1. You learn a language better if you visit the country. (People in general)
2. You can never be sure what I am thinking. (People in general)
3. You have to be over 20 to buy alcohol in Florida. (P
eople in general)

He / Him / His / Himself

→পূর্বে উল্লিখিত কোনো পুরুষ ব্যক্তি বা প্রাণীকে বােঝানাের জন্য Subject হিসেবে he ও Object হিসেবে him, Possessive হিসেবে his এবং Reflexive Pronoun হিসেবে himself ব্যবহৃত হয় ।

Example:
1. Everyone liked my father. He was a school teacher. (Subject)
2. This is John. I like him very much. (Object)
3. I love his sense of humour, don't you? (Possessive)
4. In despair, the young boy had hanged himself. Reflexive)

→কোনাে ব্যক্তি বা প্রাণী পুরুষ না মহিলা তা জানা না থাকলে he বাবহূত হয় ।

Example:
1. Every child needs to know that he is loved. পুরুষ না মহিলা, নিশ্চিত নয় )
2. He who hesitates is lost. পুরুষ না মহিলা, নিশ্চিত নয় )
3. Everyone should do what he considers best. পুরুষ না মহিলা, নিশ্চিত নয় )

She / Her / Hers / Herself

→স্ত্রীবাচকাচক ব্যক্তি বা প্রাণীকে বােঝানাের জন্য Subject হিসেবে she , object হিসেবে her , possessive হিসেব her /hers এবং reflexive হিসেবে herself বাবহূত হয় ।

Example:
1. This is Rica. She is my younger sister. Subject)
2. Do you know the girl? I like her. (Object)
3. Eva is a beautiful girl. Her eyes are black. (Possessive)
4. The choice was hers. (Possessive)
5. She must be very proud of herself. (Reflexive)

It / Its / Itself

→কোন বস্তুু (thing), প্রাণী (animal), অবস্থা (situation), ধারণা (Idea) ইত্যাদি বোঝানোর জন্য Subject and Object হিসেবে it, Possessive হিসেবে its and Reflexive হিসেবে itself ব্যবহৃত হয়।

Example:
1. Where's your office? It is on the third floor. (Subject)
2. Is this your pen? Give it to me, please. (Object)
3. The hotel has its own pool. (Possessive)
4. The machine switches itself off when the process is complete. (Reflexive)

They/Them / Their / Theirs/Yhemselves

→দুই বা ততােধিক ব্যক্তি , বস্তু বা প্রাণী বােঝাতে Subject হিসেবে they , Object হিসেবে them , Possessive হিসেবে their/their এবং Reflexive pronoun হিসেবে themselves ব্যবহূত হয়।

Example:
1. Where are John and Riva? They went for a walk. (Subject)
2. What are you doing with those matches? Give them to me. (Object)
3. Which is their house. (Possessive)
4. Theirs are the children with very fair hair. (Possessive)

→কোনাে ব্যক্তি বা প্রাণী পুরুষ না মহিলা তা বােঝা না গেলে he অথবা she- এর পরিবর্তে they বসে।

Example:
1. If anyone arrives late, they'll have to wait outside. (he or she)
2. Does anyone here consider themselves a good cook? (himself or herself)

→সাধারণভাবে লােকজন, কর্তৃপক্ষ বা বিশেষজ্ঞদের বােঝাতে they ব্যবহূত হয়। 

Example:
1. The rest, as they say, is history. ( People in general )
2. They cut off my waterline. ( Authority )
3. They now say that red wine is good for health. ( Experts )

One / Ones / One's / Oneself
→পূর্বে উল্লিখিত বা পরিচিত কোনাে ব্যক্তিকে বােঝাতে singular হিসেবে one এবং plural হিসেবে ones ব্যবহৃত হয়। অপরদিকে, one- এর Possessive হিসেবে one's এবং Reflexive Pronoun হিসেবে oneself ব্যবহূত হয়।

Example:
1. She was wearing her new dress, the red one. (Red dress)
2. The only jokes I tell are the ones that I hear from you. (That jokes)
3. One should love one's country. (Possessive)
4. One likes to do it oneself. (Reflexive)

→বক্তার সাথে সাধারণ জনগণের উল্লেখ বােঝাতে We অর্থে one ব্যবহূত হয় ।

Example: 
1. One should love one's parents (speaker + people in general)
2. One should never criticise if one is not sure of one's facts. (Speaker + People in general)

This / These
→নিকটবর্তী কোনাে ব্যক্তি, বস্তুু, প্রাণী, স্থান, অবস্থা বা অবস্থান বােঝাতে Singular হিসেবে This এবং Plural হিসেবে This ব্যবহৃত হয় ।

Example:
1. This is your shirt, isn't it?
2. This is my sister, Eva.
3. These are books that you want.

→এইমাত্র উল্লিখিত কোনাে ব্যক্তি , বস্তুু স্থান , প্রাণী , অবস্থা বা ঘটনা সম্পর্কে উল্লেখ করতেও This / these ব্যবহৃত হয়।

Example:
1. We must make sure this does not happen again. (Accident that has happened now)
2. These will be solved step by step. (present problems)
3. These are the best woman. (The people present here)

That / Those
→দূরবর্তী কোনাে ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, অবস্থা, অবস্থান বা ঘটনা বােঝাতে Singular হিসেবে that এবং Plural হিসেবে that ব্যবহৃত হয় ।

Example:
1. Is that my pen you've got there?
2. Our tomatoes never get as big as those.

→পূর্বে উল্লিখিত বা পূর্বপরিচিত কোনাে ব্যক্তি , বস্তু বা ঘটনাকে বােঝাতেও that ও those ব্যবহূত হয়।

Example:
1. Do you remember when we went to Chittagong? That was a nice trip.
2. You never cared about me. That's not true. (That matter)
4. In my childhood, I played with my school friends. Those were my best friends. (Childhood school friends)

→Relative Pronoun হিসেবে ব্যক্তি, বস্তু উভয়ের পরিবর্তে that ব্যবহূত হয়।

Example:
1. There are lots of things that I need to buy now. (After objects)
2. The people that live next door friendly. (After a person)

Which
→কোনাে বস্তুুর পরিবর্তে which ব্যবহৃত হয়।

Example:
1. Which are the most important crops? (For important crops)
2. Did you see the letter which came today?

Who / Whom / Whose
→কোনাে ব্যক্তির (Singular or Plural) পরিবর্তে Subject হিসেবে Who, Object হিসেবে Whom Possessive হিসেবে ব্যক্তি, বস্তুু ও উভয়ের পরিবর্তে Whose ব্যবহূত হয়।

Example:
1. Do you know the people who live over the road? (Subject)
2. I know this person whom I met five years ago. (Object)
3. That's the man whose house has burned down. (After person as possessive)
4. Solar energy is an idea whose time has come. (After object as possessive)

When 
→সময়ের পরিবর্তে When ব্যবহৃত হয়। 

Example:
1. Eva was nine when her father died.
2. When he was a child, he was a bad boy. (Childhood time)

Where
→কোনাে স্থানের পরিবর্তে Where ব্যবহূত হয়

Example:
1. Where have you come from? (which place)
2. This is the place where I hid the key. 

Noun Pronoun Agreement
→দুই বা ততােধিক Singular subject 'and’ দিয়ে যুক্ত হলে তাদের পরিবর্তে ব্যবহূত pronoun টি plural হয়।

Example:
1. He and his friend will do their home tasks together. (NOT his)
2. John and Peter help them with each other in danger. (NOT him)

→And দ্বারা যুক্ত Singular Subject- গুলাের প্রথমটির পূর্বে The ব্যবহৃত হলে তা একই ব্যক্তি বা বস্তুুকে বোঝায় এবং এক্ষেত্রে পরে ব্যবহৃত verb ও Pronoun- টি Singular হয় ।

Example:
1. The secretary and adviser is walking to his office. (NOT their)
2. The Principal and chairman of our college is in his room. (NOT their) 

→And দ্বারা যুক্ত Singular subject গুলাের প্রত্যেকটির পূর্বে the বাবহূত হলে তা আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে বােঝায় এবং এক্ষেত্রে পরে ব্যবহৃত verb ও pronoun- টি plural হয়

Example:
1. The secretary and the lawyer are going to their offices ( NOT his )
2. The manager and the coordinator are working in their respective rooms. (NOT him)

→And দ্বারা যুক্ত Singular Subject গুলাের পূর্বে each বা every থাকলে পরে ব্যবহূত pronoun- টি singular হয় । এক্ষেত্রে subject- গুলাের gender আলাদা আলাদা হলে পরে ব্যবহৃত pronoun- টি plural হয় ।

Example:
1. Every student and every teacher should do his / her duties properly. ( NOT their)
2. Each boy and each girl will get their prize. NOT his / her )

→দুই বা ততােধিক Singular number এর Subject Either...or / Neither...nor দ্বারা যুক্ত হলে তাদের পরিবর্তে ব্যবহৃত Possessive Pronoun টি Singular হয়।

Example:
1. Either he or his brother will be punished for his guilt. (NOT their)
2. Neither Shuva nor Ruba has done her duty. (NOT their)

Either....or/Neither....nor
→Either....or/Neither...nor দ্বারা যুক্ত Subject গুলো কোন একটি Plural হলে সেটি or/nor এর পরে বসে এবং পরবর্তী Pronoun টি Plural হয়।

Example:
1. Either she or her friends will beings their camera.
2. Neither Eva nor her cousins will keep their words.

→কোন বাক্যে First Person, Second Person and Third Person একই সঙ্গে ব্যবহৃত হলে প্রথমে 231 এভাবে বসে।

Example:
1. You, he and I went there for our work.
2. You, John and I were present there in our meeting.

→কিন্তু দোষ স্বীকার করা বােঝালে এর বিপরীত Order 132 বা প্রথমে First-person (1),এর পর Third Person ( 3) এবং শেষে Second Person (2) ব্যবহৃত হয় ।

Example:
1. I, he and you are guilty of our misdeeds.
2. I, he and you are to blame for our dishonesty.

→কোনাে বাক্যে First-person- এর সাথে অন্য কোনাে Person 'and' দ্বারা যুক্ত থাকলে তার পরবর্তী pronoun- টি First Person Plural হয়।

Example:
1. You and I have prepared our homework.
2. You and I should discuss our plans.

→কোনাে বাক্যে Second person- এর সাথে Third person 'and' দ্বারা যুক্ত থাকলে পরে ব্যবহৃত Pronoun- টি Second Person Plural হয়।

Example:
1. John and you perform your duty.
2. Both Eva and you make your brilliant result.

→Collective noun (সমষ্টিবাচক বিশেষ্য) -এর পরিবর্তে ব্যবহৃত Pronoun- টি Singular Number ও Neuter Gender (its) হয়। Collective noun- টি noun of multitude হিসেবে ব্যবহূত হলে এর পরিবর্তে ব্যবহৃত Pronoun- টি Third Person Plural হয়।

Example:
1. The jury is strict in its opinion. (Undivided whole)
2. The jury are divided in their opinions. (Noun of a multitude)

Pronoun Reference Errors
Unclear / Ambiguous / Faulty Pronoun Reference:
Sentence  Noun Antecedent থাকার কারণে Pronoun কোন Noun- কে বা Antecedent- কে নির্দেশ করছে তা স্পষ্ট বােঝা যায় না। আবার Pronoun কখনাে কখনাে Person , Number ও Gender অনুযায়ী ব্যবহূত হয় না । Pronoun- এর এ জাতীয় অস্পষ্ট ও ভুল ব্যবহারকে Unclear / Ambiguous / Faulty pronoun Reference বলে।

Example:
1. Riva discussed the new strategy with Eva. She decided to proceed as planned.

ব্যাখ্যা : উপরের উদাহরণের She দ্বারা কাকে বােঝানাে হচ্ছে । Riva- কে না Eva- কে , তা স্পষ্ট নয় । তাই She Unclear / Ambiguous / faulty Pronoun reference.

সুতরাং বাক্যটি হওয়া উচিত: After discussing the new strategy with Eva, Riva decided to proceed as planned. Or, After Riva discussed the new strategy with her, Eva decided to proceed as planned.

Absent Antecedents:
অনেক সময় Sentence- এ Pronoun ব্যবহৃত হলেও কোনাে Antecedent- এর হার বা উল্লেখ থাকে। এসব ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে বিভ্রান্তিতে পড়তে হয় ব্যবহূত Pronoun টি দ্বারা কাকে বােঝাচ্ছে। এ ধরনের ব্যবহারকে Absent Antecedents error বলা হয়।

Example:
1. Riva says the course is fun to teach because it's small and they're motivated.

ব্যাখ্যা: উপরের উদাহরণে ' they ' দ্বারা students- কে বােঝানাে হলেও Antecedent হিসেবে students ব্যবহৃত হয়নি । সুতরাং এখানে Antecedent- টি absent বা অনুপস্থিত রয়েছে। সুতরাং বাক্যটি হওয়া উচিত।

Example:
Riva says the course is fun to teach because it's small and the students are motivated.

Getting Info...

Post a Comment

To be published, comments must be reviewed by the administrator.*Remember to Keep Comments Respectful and Avoid spamming!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.