Headlines
Loading...

Passage Narration Rules for JSC, SSC & HSC

1. সমস্ত Passage টি পড়ে Speaker (বক্তা), Listener/ Person spoken to (শ্রোতা) এবং Sentence গুলাের Mood (ক্রিয়ার ধরন) সনাক্ত করে নিতে হবে।
2. Reporting Speech- টি মাঝে বা শেষে থাকলেও Indirect করার সময় তাকে Sentence এর শুরুতে নিয়ে আসতে হবে।

i. Direct: "Will you come to my house tomorrow?" I asked the boy. 
Indirect: I asked the boy if he would come to my house the next day.

ii. Direct: "You look a little bit like my mother, "Jerry said to the authoress, "Especially in the dark by the fire."
Indirect: Jerry told the authoress that she looked a little bit like his mother especially in the dark by the fire.

ব্যাখ্যা: উপরের প্রথম Sentence- এর Reporting Speech asked যুক্ত অংশটি Reported speech- এর শেষে বসেছে। তাই নিয়মানুযায়ী উক্ত Sentence টিকে Indirect Speech- এ রূপান্তর করার সময় Reporting Speech asked যুক্ত অংশটিকে Sentence এর শুরুতে বসানাে হয়েছে।

দ্বিতীয় Sentence- এর Reporting Speech said যুক্ত অংশটি Sentence এর মাঝখানে বসেছে। তাই উক্ত Sentence টিকে Indirect করার সময় নিয়মানুযায়ী Reporting Speech said যুক্ত অংশ Sentence- এর শুরুতে বসানাে হয়েছে।

3. কোন বক্তার পর পর একাধিক উক্তি (Speech ) থাকলে ২ য় বা তৎপরবর্তী উক্তি গুলির ক্ষেত্রে

(a) Assertive Sentence - added / further added / also said / again said এবং (b) Interrogative sentence -asked/ also asked / again asked / further asked

Example :
Direct: The old man said to me, "You can go home now. You may come tomorrow."
Indirect: The old man told me that I could go home then. He added that I might come the next day.

Rules of Passage Narration 

ব্যাখ্যা: উপরের Speech- এ বক্তা পর পর দুইবার তার বক্তব্য প্রকাশ করে৷ তাই Indirect  Speech এ রূপান্তরের সময় প্রথম উক্তির ক্ষেত্রে নিয়মানুযায়ী Reporting Speech told বসেছে এবং Second উক্তিটির ক্ষেত্রে Reporting Verb added বসেছে।

4. Reported Speech- এ যদি শুধু 'Yes' থাকে তাহলে Indirect করার সময় 'Yes'- এর পরিবর্তে replied in the affirmative ব্যবহার করতে হয়। অথবা subject এর পর প্রয়ােজনীয় Auxiliary Verb ) বসে। 

👉Structure : Subject + replied in the affirmative. OR. Subject + do / does / did / am/is / are / were / has / have / had....

Example:
Direct: John said to me, "Have you finished the work?" I said, "Yes" 
Indirect: John asked me if I had finished the work I replied in the affirmative.
Or. I said that I had.

👉Structure: Subject + replied in the negative and said that.

Example:
DirectRiva said to Eva. "Are you going to Chittagong tomorrow? "No, I have changed my decision, " said Eva.
Indirect: Riva asked Eva if she (E) was going to Chittagong the next day. Eva replied in the negative and said that she had changed her decision.

ব্যাখ্যা: উপরের Direct Speech- এ Riva- এর প্রশ্নের উত্তরে Eva শুধু No বলেই তার বক্তব্য শেষ করেনি। বরং No- এর পরে তার বক্তব্য হল I have changed my decision তাই নিয়ম অনুযায়ী Indirect speech- এ No- এর পরিবর্তে replied in the negative and said that বসেছে।

5. Direct speech- এ Sir থাকলে Indirect speech- এ addressing as sir লিখতে হয়। অথবা Sir- এর পরিবর্তে respectfully লিখতে হয়।

Example:
Direct: The officer said to the manager: "Sir, I need one day leave."
Indirect: The officer told the manager respectfully that he needed one day leave.
Or. Addressing the manager as sir, the officer said that he needed one day leave.

6. Reported Speech- এ যদি কাউকে address (সম্বােধন) করা হয় তবে addressing as দিয়ে Indirect speech শুরু করতে হয়।

Example:
Direct: "Are you hungry, friends ?" said the shrewd king.
Indirect: Addressing them as friends, the shrewd king asked if they were hungry.

ব্যাখ্যা: উপরের Sentence এর friends শব্দটি মূলত: সম্বোধন অর্থে ব্যবহার করা হয়েছে। প্রকৃত বন্ধু অর্থ প্রকাশ করতে ব্যবহার করা হয়নি। তাই addressing as friends দ্বারা Indirect speech টি শুরু হয়েছে।

7. Reported speech যদি Allah / by Jove / by God / by my life থেকে।

👉তাহলে Indirect speech Swearing by Allah / Love / God / my life ইত্যাদি দ্বারা শুরু হয়, তাহলে তাদের পরিবর্তে Indirect Speech- এর শুরুতে Swearing by Allah / Love / God / my life বসতে হয়।

Example:
Direct: "By Allah be replied," I will not leave this house 
Indirect: Swearing by Allah, he replied that he would not leave that house

8. Inverted comma- এর বাইরে reporting verb যুক্ত phrase- এর অতিরিক্ত অংশ হিসেবে Present Participle Phrase থাকলে Indirect Speech- এ উক্ত Present Participle Phrase , Sentence -এর শুরুতে বসে। 

Direct: "Are you brothers? asked the mistress of the house, turning to the dervishes.
Indirect: Turning to the dervishes, the mistress of the house asked if they were brothers.

ব্যাখ্যা: উপরের Direct Speech- এ turning to the dervishes reporting verb যুক্ত Phrase asked the mistress of the house এর অতিরিক্ত অংশ। তাই Indirect Speech- Present Participle Phrase (turning to the dervishes) sentence এর শুরুতে বসেছে। 

9. Reported Speech- টি Assertive form হওয়া সত্ত্বেও যদি তার শেষে প্রশ্নবােধক চিহ্ন থাকে, তবে Indirect করার সময় Reporting verb- এর পূর্বে Being surprised লিখতে হয়। যেহেতু এ জাতীয় Sentence দ্বারা কোন কিছু জানতে চাওয়া হয় তাই Indirect speech- এ রূপান্তর করার সময় Interrogative sentence এর নিয়ম অনুসরণ করতে হবে।

Example:
Direct: She said to me. "You have remembered how she looked all these years?"
Indirect: Being surprised, she asked me if I had remembered how she had looked all those years.

ব্যাখ্যা: উপরের Reported Speech- টি Assertive form- এ হওয়া সত্ত্বে Sentence- টির শেষে একটি প্রশ্নবােধক চিহ্ন (Note of Interrogative) থাকায় তা আশ্চর্যবােধ অর্থ প্রকাশ করে। তাই Indirect Speech- এ Reporting verb- এর পূর্বে Being surprised বসেছে। যেহেতু Sentence- টি দ্বারা প্রশ্ন করা হয়েছে , তাই Indirect speech- এ রূপান্তরের সময় Interrogative Sentence এর নিয়ম অনুসরণ করা হয়েছে।

10. Reported Speech -এ Thank you থাকলে Indirect করার সময় Reporting Speech এর Subject + thanked + Reporting Verb এর object বসে।

Direct: He said to me, "Thank you ". 
Indirect: He thanked me.

ব্যাখ্যা: উপরের  Reported speech- এ Thank you থাকায় Indirect করার সময় প্রথমে Subject (he ) তার পর Reporting Verb said এর পরিবর্তে thanked ও শেষে object (me) বসেছে।

11. Reported speech- "Goodbye" থাকলে Indirect করার সময় Reporting Speech এর subject + bade + object + goodbye বসে।

Example:
Direct: He said, "Goodbye my friends."
Indirect: He bade his friends goodbye.

ব্যাখ্যা: উপরের Reported speech- এ "Goodbye" থাকায় Indirect করার সময় নিয়মানুযায়ী প্রথমে subject (he), তারপর reporting very said এর পরিবর্তে bade + object (his friends) এবং শেষে goodbye বসেছে।

12. Reported Speech- good morning / good evening / good night etc যুক্ত sentence কে passage narration করার নিয়ম।
Structure: Subject + wished + object + good morning / good evening / good/ night

Example:
Direct: I said to him, "Good morning" 
Indirect: I wished him good morning.

ব্যাখ্যা: উপরের Reported Speech- এ “Good morning" থাকায় Indirect করার সময় নিয়ম অনুযায়ী প্রথম subject(I) + Reporting Speech said এর পরিবর্তে- wished,  object (him ) + good morning বসেছে।

13. অনেক সময় Reported Speech- এ পূর্ণাঙ্গ Sentence থাকে না- Sentence- এর অংশ অর্থাৎ Phrase থাকে। সেক্ষেত্রে Indirect- এ পরিবর্তন করার সময় বক্তার বক্তব্যকে অনুসরণ করে উক্ত Speech- কে পূর্ণাঙ্গ Sentence -এ রূপান্তর করতে।

Direct: You've carried me a long way. How much pay you? I said to the rickshaw puller "Fifty takas?" Anything is all right."
Indirect: I told the rickshaw puller that he had carried me a long way. I also asked him how much I should pay him. I further asked him fifty taka would do. He replied that anything was all right.

ব্যাখ্যা: উপরের Reported Speech- এর fifty taka একটি Phrase- পূর্ণাঙ্গ Sentence নয়। বক্তা এখানে বলতে চাচ্ছে পঞ্চাশ টাকায় তার চলবে কিনা। তাই Indirect করার সময় লিখতে হলাে fifty taka would do.

14. অনেক সময় Direct Speech- এ বক্তা ও শ্রোতার উল্লেখ থাকে না। সেক্ষেত্রে বক্তার ক্ষেত্রে the speaker এবং শ্রোতার ক্ষেত্রে the listener অথবা the person spoken to ব্যবহার করতে হয়।

Direct: "Are you coming to my house tomorrow?" "Yes, I will come tomorrow evening."
Indirect: The speaker asked the (the person spoken to) If he (L) was going to his house the next day The listener replied in the affirmative and said that he would come the next evening.

ব্যাখ্যা: উপরের Direct speech- এ বক্তা ও শ্রোতার কোন উল্লেখ না থাকায় Indirect speech- এ বক্তা ও শ্রোতার ক্ষেত্রে the speaker ও the listener ( the person spoken to ) ব্যবহার করা হয়েছে।

15. Direct speech- Reporting verb cried, muttered, replied, asked থাকে,তাহলে Indirect করার সময় উক্ত Reporting verb গুলাের কোন পরিবর্তন হয় না।

16. Sentence- এর প্রথমে Pronoun এবং পরে Noun থাকলে Pronoun- এর পরিবর্তে Noun লেখাই শ্রেয়। 
Passage Narration
Passage Narration PDF

0 Comments:

To be published, comments must be reviewed by the administrator.*Remember to Keep Comments Respectful and Avoid spamming!