Headlines
Loading...
Special Use Of Some Words And Phrase Rules

Special Use Of Some Words And Phrase Rules

The use of Be born/Was born
Understanding The Topic:
1. be + born অর্থ জন্মগ্রহণ করা।
2. বিশেষ ধরনের Use হিসেবে verb bear- এর past participle form 'born'ব্যবহৃত হয়।
3. জন্মগ্রহণ করা অর্থে 'bear' verb- টি সর্বদা Passive form- এ past participle হিসেবে ব্যবহৃত হয়।
Note: be verb বলতে am, is, are, was, were- কে বােঝায়।

Uses:
1 . কোনাে স্থানে , কোনাে সালে বা তারিখে জন্মগ্রহণ করা বোঝাতে Structure- টি নিম্নরূপ: Structure : Sub + To be verb + born + adverbial phrase / prepositional phrase.

Example:
(i) He was born in Dhaka.
(ii) I was born in 1989.
(iii) Robin was born on 2 September 1994.
(iv) The girl was born of an educated family.

2. শারীরিক বিকলাঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করা বােঝাতে Structure- টি নিম্নরূপ: Structure : Sub + To be verb + born + adjective.

Example:
(i) Hundreds of children are born blind every year. (ঘটমান/চলমান প্রক্রিয়া)
(ii) The boy was born deaf.

3. কোনাে বিশেষ উদ্দেশ্যে জন্মগ্রহণ করা অর্থে Structure- টি নিম্নরূপ: Structure : Sub + To be verb + born + infinitive phrase.

Example:
(i) He was born to be the father of our nation.
(ii) Shakespeare was born to be a famous dramatist.

Note: জন্মস্থান বােঝাতে I'm from Dhaka হতে পারে কিন্তু I am born in Dhaka বলা যাবে না।

Special Use Of Some Words And Phrase for HSC

Use of Have to /Has to/Had to

Understanding The Topic:
1. যেতে হবে, খেতে হবে , পড়তে হবে , পান করতে হবে ইত্যাদি Expression প্রকাশ করার জন্য have to/has to phrase ব্যবহৃত হয়। সাধারণত have to/has to কোনাে কাজ করার বাধ্যবাধকতা ও প্রয়োজনীয়তা বোঝাতে ব্যবহৃত হয়।
2. উপদেশ প্রদান করার ক্ষেত্রেও have to/has to ব্যবহৃত হতে পারে।
3. have to/has to- এর past form হিসেবে had to ব্যবহূত হয় এবং Future time- এর ক্ষেত্রে have to/has to কিংবা shall have to / will have to ব্যবহৃত হয়ে থাকে।
4. have/has + to- এর পরিবর্তে have/has + got + to- ও ব্যবহৃত হতে পারে।

Uses: 1. কোনাে কাজ অবশ্যই করতে হবে বা করা প্রয়ােজন এরূপ বাধ্যবাধকতা বােঝাতে have to /has to phrase ব্যবহৃত হয়। Structure : Sub + have to/has to + verb - base form + object/complement.

Example:
(i) We have to defend our mother. (Obligation)
(ii) We have to produce more food. (Necessity)

2 . ভবিষ্যতে কোনাে কিছু হতে হবে (পেশাগত) বা কোনাে গুণের অধিকারী হতে হবে এরূপ বােঝাতে have to / has to + be ব্যবহূত হয়।Structure: Sub + have to be / has to be + complement.

Example:
(i) A student has to be confident to pass the exam.
(ii) You have to be a teacher.
(iii) I have to be an artist.

3. অতীতে কোনাে কাজ করার বাধ্যবাধকতা বা প্রয়ােজনীয়তা ছিল অর্থে had to ব্যবহৃত হয়।Structure: Sub + had to + verb এর base form + object/complement.

Example:
(i) I had to take a taxi to go to college yesterday.
(ii) At last , I had to memories the composition.

4. উপদেশ দেবার জন্য have to / has to ব্যবহূত হতে পারে।Structure: Sub + have to/has to + verb- এর base form + object.

Example:
(i) Time is precious. So you have to use it properly.
(ii) Health is wealth. So , you have to take care of your health.

5. এ জাতীয় Sentence- কে Negative ও Interrogative করার সময় Tense ও Subject- এর Number ও Person অনুযায়ী do/does /did ব্যবহৃত হয়।

Structures: Negative : Sub + doesn't/don't/didn't/have + to + verb + Complement.
Interrogative : Do/Does /Did + sub + have to + verb + Complement ?

Example:
Affirmative: You have to go there.
Negative: You don't have to go there.
Interrogative: Do you have to go there?

Understanding The Topic:
1. Have ও have got একই অর্থে ব্যবহৃত হয়। অপর দিকে have got to ও have to একই অর্থে ব্যবহৃত হয়ে থাকে।
2. সাধারণত কোনাে মালিকানা (Possession), সম্পর্ক (Relationship), অসুস্থতা (Characteristic) ইত্যাদি প্রকাশে have বা have got ব্যবহূত হয়। আবার , বাধ্যবাধকতা (Obligation) অথবা অবশ্যই করতে হবে (Must) অর্থে have to / have got to ব্যবহৃত হয়।

What does... look like/what's it like/what's... like

Understanding the topic:
→What does ...... look like/ What's it like phrase দুটির অর্থ কেমন /দেখতে কেমন ?
কোনাে ব্যক্তির চেহারা কেমন , কোনাে বস্তু দেখতে কেমন , কারাে আচরণ কেমন , কারাে মনের অবস্থা কেমন ইত্যাদি expression প্রকাশ করতে এই phrase দুটি ব্যবহৃত হয়।
এ জাতীয় phrase দ্বারা প্রশ্ন করা বােঝায় তাই বাক্যটির শেষে অবশ্যই প্রশ্নবােধক চিহ্ন (?) বসবে।
What- এর পর look like , feel like ব্যবহৃত হলে auxiliary verb হিসেবে do/does বসে। তবে How- এর পর look like , feel like ব্যবহৃত হয় না।

Uses:
1. কোনাে ব্যক্তির চেহারার বিবরণ দিতে What does---look like phrase- টি ব্যবহৃত হয়।Structure: What + do / does + subject + look like +---?
(i) What does Adnan look like?
(ii) What do British people look like?

2. কোনাে বস্তুর আকৃতি বা কাঠামাের বিবরণ দিতে What does---look like phrase- টি ব্যবহৃত হয় । Structure: What + do / does + subject + look like +----?
(i) What does the car look like?
(ii) What does the mobile look like?

3. কোনাে কাজ করার অনুভূতির বিবরণ দিতে What's it like phrase- টি ব্যবহৃত হয়। Structure: What's it like + present participle +----?

(i) What's it like taking too much tea?
(ii ) What's it like walking in the morning?
(iii) What's it like eating fast food?

The use of Let alone
Understanding the topic:
Let alone- এর অর্থ ভাবা যায় না বা দূরের কথা।
Let alone  phrase- টি সাধারণত Negative অর্থ প্রকাশ করে।
Negative statement এর পরে Let alone ব্যবহূত হয়।
Let alone কোন বাক্যে adverbial phrase হিসেবে ব্যবহৃত হয়।

Use:
Let alone এমন বাক্য ব্যবহৃত হয় যেখানে প্রথম Statement টি অসম্ভব এবং দ্বিতীয় Statement টি আরো অসম্ভব। এ ক্ষেত্রে অধিকতর অসম্ভব কাজটি পূর্বে Let alone বসে।Structure: Sub + verb + object / complement + let alone + noun.

(i) You cannot walk a kilometre, let alone ten kilometres.
(ii) She cannot read Bangla newspaper, let alone English.
(iii) Sh cannot get a C grade in the exam, let alone A+.

 The use of As much/many as/as far as/as fast as/as long as
 
Structure-1: Subject + verb + as + much/far/many/fast/long + noun + as + other word(s). Structure-2: Subject + verb + as + much/far/many/fast/long + as + adjective.   Example: 1. I haven’t got as much as I thought. 2. I ate as much as I could.  
The use of Whenever

Structure-1: Whenever (adverb) + 1st clause +----, + 2nd clause+… Example: i. Whenever he comes here, he meets me. ii. Whenever I advise him, he insults me.   Structure-2:  Main (1st) clause + whenever (conjunction) + sub-ordinate (2nd) clause. Example: i. You will see her whenever you go there. ii. I become whenever I see him. iii. I find joy whenever I see him.  
The use of Would you like/would like
 
Structure-1: Would you like + infinitive (to + V1) + extension? Example: i. Would you like to go with us? ii. Would you like to have a launch now?   Structure-2: Subject + would like + to + V1 + object/extension. Example: i. I would like to buy two kilos of tomato, please. ii. I would like to use your bicycle, please. iii. I would like to congratulate you on your examination result.

The use of As soon as

Understanding the topic:
→As soon as- এর অর্থ যেইমাত্র।
কোনাে কিছু ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটা বােঝাতে as soon as phrase- টি ব্যবহৃত হয়।
As soon as যুক্ত বাক্যে দুটো clause থাকে এবং clause দুটোর tense ও একই হয়।
As soon as complex sentence এ subordinate clause এর শুরুতে ব্যবহৃত হয়। 

Uses:
Structure: As soon as + 1st clause + comma (,) + 2nd clause.
1. As soon as we saw our teacher, we stood up.
2. We entered the classroom as soon as the bell rang.
3. As soon as we reached the station, the train started.

The use of There

Understanding the topic:
Introductory শব্দের অর্থ সূচনাকারী / সূচনামূলক। Sentence শুরু করার জন্য There ব্যবহূত হয় বলে একে এ Introductory There বলে।এর অপর নাম Preparatory There।
সাধারণত কোনাে স্থানে কোনাে কিছু থাকা অর্থে Introductory There ব্যবহৃত হয়। Introductory  There এর নিজস্ব কোনাে অর্থ নেই। যখন কোনাে Subject পাওয়া যায় না তখন এটা শুধু বাক্য সূচনা করতে ব্যবহৃত হয়।
There এর পরে Subject টি Singular হলে To be verb (is /was) এবং Subject টি Plural হলে To be verb (are/were) বসে।
There- এর পরে to be a verb, modal verb কিংবা strong বা weak verb ব্যবহৃত হতে পারে।

Use:
There  with the singular subject:
1. There is a boy in the classroom.
2. There was a big fish in the pond.

There with the plural subject:
1. There are two high schools in our village.
2. There were five books in the bag.

There without be verbs: 
সাধারণত like, live, exist, remain, come, arise, appear, enter, follow, seem, happen etc Verb- এর সাথে There ব্যবহৃত হয়।
1. There lived an honest man in a country
2.There happened a terrible accident.
3. There exists no good understanding between them.

There  with modal auxiliary:
1. There must be a good way of solving the problem.
2. There can be no fault in his behaviour.
3. There should be a proper guideline in the bank.
4. There must have been some boys in the classroom.

There with something, anything, nothing, nobody.
1. There is something wrong.
2. There is nobody in the classroom.

There with a verb to have (have/has/had ):
1. There has been good relation between the two brothers.
2. There have been so many difficulties.

There in tag question:
1. There are many stars in the sky, aren't there?
2. There is a garden in front of our house, isn't there?

The use of Had better

Understanding the topic:
Had better phrase- টি দ্বারা কোনাে কিছু করা ভালাে এরূপ অর্থ বােঝায়।
Had better দ্বারা strong advice ও suggestion বােঝায়।
Had better এর had হলো unreal past.
Had better দ্বারা অতীতকে নয় বরং Present বা Future tense- কে বােঝায়।
Had better- এর পরে bare infinitive হয়। অর্থাৎ Had better- এর পর to ব্যবহৃত হয় না। 

Uses:
1. কোনাে বিশেষ পরিস্থিতিতে কী করা উচিত তা প্রকাশ করার জন্য had better ব্যবহার করা হয়। Structure: Sub + had better + verb এর base form + extension.
1. You had better stay today.
2. We had better go now.
3. You had better sleep early.

2. Had better এর Negative form হলো had better not. Structure: Sub + had better + not + verb এর base form + extension.
1. I had better not go today.
2. You had better not do the work.

The use of Would rather

Understanding the topic:
Would rather অর্থ বরং।
 দুটি কাজের মধ্যে কোন কাজটি অধিকতর করা ভালাে তা প্রকাশ করতে would rather ব্যবহূত হয়।
Would rather- এর পরে bare infinitive ব্যবহৃত হয়। অর্থাৎ would rather- এর পরে ' to ব্যবহৃত হয় না।
Would rather contraction short form 'd rather.

Use:
তুলনা প্রকাশ করতে would rather ব্যবহূত হয়। Structure: Sub + would rather + verb এর base form + than + another verb.
1. I would rather die than beg.
2. I would rather stay at home than go outside.

2. কাউকে দিয়ে কিছু করানাে বা না করানাে পছন্দ করা অর্থে would rather ব্যবহৃত হয়। এক্ষেত্রে would rather- এর পরবর্তী subject- এর পর Past form ব্যবহৃত হয়। Structure: Sub (1st ) + would rather + sub (2nd ) + verb এর past form + object/complement.
1. I would rather you went home now.
2. I would rather you did not do this.

3. Negative- এর ক্ষেত্রে would rather- এর মাঝে বা would rather- এর শেষে not বসে। আবার interrogative- এর ক্ষেত্রে subject- এর পূর্বে would এবং পরে rather ব্যবহৃত হয়।
1. You would rather not/would not rather waste your time (Negative)
2. Would you rather go in the rain? (Interrogative)

The use of What if
 
Structure: What if + affirmative/negative sentence+….? Example: i. What if I come tomorrow instead of this afternoon? ii. What if she does not pass in the exam?  
The use of In order to/So as to
 
Structure: Subject + verb + [other word (s)] + in order to/so as to +V1 + object/extension.   Example: i. I watch him in order to/so as to know about him. ii. Everybody works hard in order to/so as to shine in life.

0 Comments:

To be published, comments must be reviewed by the administrator.*Remember to Keep Comments Respectful and Avoid spamming!