Sentence Correction Grammar

What is Sentence Correction?

Correction, English Grammar- এর নিদিষ্ট কোন Topic নয়। বরং Grammar এর সকল Topic নিয়ে Correction এর কার্যক্রম। তাই Correction পড়ার আগে Grammar এর অন্য সব Topic গুলো Revision করতে হয়। নিম্নে Grammar এর‌ কিছু নিয়ম পর্যালোচনা কর 
হলো।  

Sentence Correction Rules

Rule-1: As soon as + দুই  clause-ই Past Indefinite Tense এ হবে।
Example: As soon as Eva saw the bird, it flew away.

Rule-2: No sooner had +subject+v.p.p+others + than +অপর clauseটি Past Indefinite Tense হবে।
Example: No sooner had I seen the bird, than it flew away.

Rule-3: Hardly/Barely/Scarcely + had + subject + v.p.p + others+ when + অপর clause টি past indefinite হবে।‌‌‌‌

Example: Hardly had Eva seen the bird, when it flew away.

Rule-4: It is time/It is high time/It is now time এর পরে Subject থাকলে Verb টি Past Indefinite Tense-এ হয়।‌ আর যদি এদের পরে Subject না থাকে তবে  to + verb হয়।

Example:
i. It is high time we finished our work.
ii. It is time to study hard.

Rule-5:
👉(i) While এর পরে  subject না বসে সরাসরি verb বসলে সেই verb এর সাথে ing যোগ করতে হয়।

Example: While learning English they felt uneasy.

👉(ii) While এর পরেই যদি Subject হয় তবে Subject এর পরের verb টি Continuous Tense হয় এবং বাক্যের অপর verb টি Indefinite Tense হয়। For example
i. They saw me while I was going to coaching.
ii. I call him while he is writing a poem.

Rule-6: বাক্যে as if, as though, wish, I fancy এর পর to be verb আসলে তা সব সময় were হবে। অন্য কোন Verb আসলে তার Past tense হয়। For example
i. I wish I were a king.
ii. He talked as if he had been a mad.
Sentence Correction Grammar
Rule-7: Lest দ্বারা দুই বাক্যাংশ যুক্ত হলে Lest যুক্ত অংশের Subject এর পর Should/Might হয় এবং মুল Verb Present form বসে। For example

Nabi ran fast lest he should miss the class.

 Rule-8: Sub-ordinate interrogative হয় না; সব সময়  Assertive হয়। এক্ষেত্রে  Principal clause –টি  Interrogative হলে শেষে (?) চিহ্ন বসে এবং Principal clause –টি  Assertive হলে শেষে full stop (.) বসে। For example

i. Inc. Do you know when will she come?
Corr. Do you know when she will come?

ii. Inc. Tell me who is that woman?
Corr. Tell me who that woman is?

Rule-9: One এর  possessive one’s এবং He-এর  possessive His. তাই one subject হিসেবে আসলে his এর পরিবর্তে one’s বসেবে। For Example

i. Inc: One should do his duty.
Cor: One should do one’s duty.

Rule-10: কোন বাক্যে বিভিন্ন Person থাকলে প্রথমে 2nd Person পরে 3rd Person এবং শেষে 1st Person বসে (231) কিন্তু দোষ বা খারাপ কাজ বুঝালে প্রথমে 1st Person পরে 2nd Person এবং শেষে 3rd Person বসে (123)। Example:
i. Inc: I, he and you will go there.
Cor: You, he and I will go there.

ii. Inc: You, he and I am guilty.
Cor: I, you and he are guilty.

Rule-13: As if /As though: As if বা as though “যেন” অর্থ প্রকাশ করে। As if বা As though এর প্রথম অংশ Present Indefinite হলে পরের অংশ Past Indefinite হয়। আবার প্রথম অংশ Past tense হলে পরের অংশ Past Perfect Tense হয়। For example
1. She tells the matter as if she knew it.
2. She told the matter as if she had known it.
3. She proceeded as though I had not spoken.

Note: কোন কিছু হওয়া বুঝাতে Unreal Past এর অর্থ প্রকাশ করতে as though/ as if / wish এর পরে to be verb থাকলে verb সবসময় were বসে।
1. She runs fast as though she were a mad .
2. She donates money as if she were a rich man.
3. I wish I were a child again!

Note: Wish এর ক্ষেত্রে were (to be verb) ছাড়াও verb এর Present form এর পূর্বে could বা might ও বসতে পারে।
Example:
I wish I could fly in the sky.

Rule-12:👉ঢকঢক করে গেলা যায় এমন কিছুর যেমন water, milk, Pepsi এর ক্ষেত্রে drink বসে।
Example: I am drinking a Pepsi.

👉যেসকল জিনিস ঢকঢক করে গেলা সম্ভব নয় যেমন tea, coffee, hot water, hot milk এগুলাের ক্ষেত্রে take বসে।
Example: I will take coffee.

👉বায়বীয় যেমন (cigarette, air) গ্রহন করলে take বসে। 
Example: He is taking cigarette.

👉সম্পূর্ন চিবিয়ে খাওয়া যায় এমন জিনিসের যেমন (rice, fruits, fish) ক্ষেত্রে eat বসে।
Example: I eat rice.

👉সম্পূর্ন চিবিয়ে খাওয়া যায়না, কিছু অংশ ফেলে দিতে হয় যেমন (sugarcane, chewing gum) এমন জিনিসের ক্ষেত্রে chew বসে।

Example: I am chewing a chewing gum.

[N.B. তবে, উপরের সকল ক্ষেত্রে informally /Spoken English এ have / take ব্যবহার করা যাবে।]

Rule-13: কিছু Latin Comparative word আছে যেমন- junior, senior, inferior, ulterior, exterior ইত্যাদি শব্দের পূর্বে more হয় না এবং পরে than না হয়ে to হয়।
Viz: I am senior to Rocky. 

Rule-14:

1. কিছু বলা ......say
2. কাউকে বলা......tell
3. কাউকে বোকা, মিথ্যাবাদী বা কোন নাম/উপাধিতে) ডাকা/বলা ..... call
4. কারো সঙ্গে কথা বলা ....talk to
5. (সত্য) বলা/কোন ভাষায় কথা বলা .....speak
6. (মিথ্যা) বলা..... tell
7. ঘড়ি দেখা .......read
8. ভাগ্য গণনার জন্য হাত দেখা.....read
9. রোগীর নাড়ি দেখা.....feel
10. সার্টিফিকেট দেখা.....look at
11. পরীক্ষার খাতা/উত্তরপত্র/পান্ডুলিপি দেখা... look over
12. ডিকশনারীতে শব্দ দেখা .....look up
13. স্বপ্ন দেখা .... have a dream
14. পরীক্ষা দেওয়া take/appear at/sit for
15. বক্তৃতা -(speech) deliver
16. বিদায় জানানো/দেওয়া (good bye/farewell)....bid
17. নরফ, দোষ/অপরাধ/পাপ করা (fault/ crime/sin)→ commit
18.বড়সর, ভুল করা (mistake/error/blunder) .. make.

Example:
i. Inc: Never speak a lie.
Cor: Never tell a lie.

ii. Inc: Search the word in dictionary.
Cor: Look up the word in dictionary.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url