Headlines
Loading...
Punctuation rules Bangla

Punctuation rules Bangla

বাক্যের অর্থ সুস্পষ্ট ভাবে বোঝার জন্য বাক্যের কোথায় কতটুকু থামতে হবে তার কিছু নিয়ম আছে এবং কতগুলো সাংকেতিক চিহ্নর সাহায্যে নিয়মগুলো প্রকাশ করা হয়। এই সাংকেতিক চিহ্ন গুলো কে Punctuation বা Punctuation Marks বলা হয়।

এই Punctuation Mark গুলো সঠিক জাগায় সঠিকভাবে ব্যাবহার না হলে  বাক্যের অর্থ বা ভাব সঠিক ভাবে বঝা যাবে না।

ইংরেজিতে ব্যবহৃত প্রধান Punctuation Mark গুলো নিম্নরুপঃ
1. Full Stop [.]
2. Comma [,]
3. Semi-Colon [;]
4. Colon [:]
5. Question Mark [?]
6. Exclamation Mark [!]
7. Quotation Mark ['' '']
8. Apostrophe [‘]
9. Hyphen [-]
10. Dash [—]
11. Brackets [()]
Use of Full Stop- [.]
Full Stop দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি বঝায়।

1. সম্পূর্ণ বিরতি বোঝানোর জন্য। Assertive, Imperative এবং Optative sentence এর শেষে Full stop বসে।

Example:
1. The girl is very beautiful.
2. Do the work.
3. Long live your dad.

2. সংক্ষিপ্ত বা Abbreviated word ও শব্দের পর বসেঃ

Example: B.A.  M.A  U.S.A  Dr. (Doctor)

Comma (,):
Comma স্বল্প বিরতি নির্দেশ করে।সাধারণতঃ এক (১) গণনা  করতে যে সময় লাগে, Comma’র বিরতি কাল ততটুকু। বক্তার বক্তব্য সুষ্পষ্ট করতে Comma বিশেষ ভূমিকা পালন করে। সঠিক স্থানে Comma ব্যবহার না করলে অর্থের  তারতম্য ঘটে। এমনকি বক্তব্যের উদ্দেশ্য ব্যহত হয়। যেমন- এখানে থাকবেন না, থাকলে বিপদ হবে। এখানে থাকবেন, না থাকলে বিপদ হবে।নিচে উল্লেখিত ক্ষেত্রে Comma বসে।

1. সমজাতীয় তিন বা ততোধিক Word, Phrase বা Clause যদি পাশাপাশি বসে এবং শেষ দুটি শব্দ বা শব্দগুচ্ছ and দ্বারা যুক্ত হয় তবে তার আগের শব্দ বা শব্দগুচ্ছ কে পৃথক  করতে Comma বসে

Example:
i. Raj, Robin, Rafsan and Tushar are going to school.
ii. There are trees, bushes and flowers in the garden.
iii. She lost land, money, reputation and friends.

Note: and এর আগে Comma বসে না।

2. বাক্যে and দ্বারা যুক্ত প্রত্যেক শব্দযুগল কে বিচ্ছিন্ন করতে Comma ব্যবহৃত হয়
Example:
i. High and low, rich and poor, wise and foolish, must all die.

3.  Conjunction Adverb যেমন However, Moreover, therefore, As a result, Consequently, On the other hand, In the same time, Yet, Still, Otherwise, So, ইত্যাদি পর Comma বসে।

Example:
i. So, he is a good person. However, he is a nice man.
ii. On the other hand, Rahul is a thief.
iii. After all, he is happy.

N.B: উপর্যুক্ত Adverb গুলোর বাক্যের মাঝে ব্যবহূত হলে এদের আগে ও পরে Comma বসে।

Example:
i. She, however, is a nice woman.  She is, therefore, happy here.
ii. I, therefore, pray and hope that you would be kind enough to grant me 10 days’  leave of absence in advance.

4. কোন Noun বা Phrase যদি Apposition হিসাবে অর্থাৎ তার পূর্ববর্তী Noun বা Pronoun কেই বোঝায় তাহলে
Comma বসে।

Example:
i. Milton, the great poet of England was blind.

5. বাক্যের প্রথমে Adverbial clause থাকলে তারপরে Comma বসে।

Example: 
i. If you work hard, you will pass in the exam.
ii. Because of her honesty, she was praised by all.

6. একই Word “and” দ্বারা যুক্ত না করে পুনরুক্ত করতে চাইলে প্রথমে Comma বসাতে হয়।

Example: What is lost, lost it will never come back.

7. Absolute phrase বা clause কে আলাদা রাখার জন্য উভয় পাশে Comma ব্যবহূত হয়।

Example:
i. This girl, to be truthful, is an honest girl.

8. Nominative Absolute ’র পর Comma ব্যবহূত হয়।

Example:
i. The sun having set, we left home.

9. একাধিক Noun/adjective clause করতে-

Example: I do not know where she is, when she will come and what her condition is.

10. Reporting verb’র পর/Direct Speech-এর আগে Comma বসে।

Example: She says, ''I am busy.''

11. তারিখ ও সন/সাল (date, address, place) পাশাপাশি থাকলে তারিখের পর কমা (,) বসে।

Example: Matt was born on January 25, 1989.

12. Introductory Yes বা No কে মূল বাক্য থেকে পৃথক করার জন্য Comma বসে।

Example:
i. Yes, he will come here.
ii. No, he will come there.

13. তিনের অধিক অংক বিশিষ্ট সংখ্যা লিখতে Comma ব্যবহৃত হয়
Example:
i. 1,000 dollars.
Semi-Colon [;]

Comma এর চেয়ে বেশি এবং Full Stop এর চেয়ে কম সময় থামার প্রয়োজন হলে সেমিকোলন বসে

1. পরস্পরের সাথে সম্পর্কিত স্বাধীন Clause যদি Conjunction দ্বারা যুক্ত না হয় তাহলে তাদেরকে Semi-Colon ব্যবহার করে আলাদা রাখা হয়

Example:
i. He looks wise; he has bright eyes.
ii. To err is human; to forgive divine.

2. And, But, Yet ইত্যাদি দ্বারা যুক্ত Coordinating Clause এর Subject আলাদা হলে Semi-Colon বসে

Example:
i. The music came to an end; and the musician was greeted heartily.

3. দুইটি Clause যখন Also, besides, consequently, furthermore, hence, however, likewise, moreover, Nevertheless, in addition to, so, then, therefore, yet এই transitional Connective (conjunction) দ্বারা যুক্ত হয় তখন এই গুলোর আগে Semi-Colon এবং পরে Comma বসে

Example:
i. He did not study hard; consequently, he failed.

Colon [:]
সেমিকোলনের চেয়ে বেশি থামাবার প্রয়োজন হলে Colon বসে

1. As follows, the following, thus প্রভৃতি শব্দ দ্বারা কোন তালিকা তৈরি করা হলে সেই তালিকায় পূর্বে Colon বসে

Example:
i. His virtues are as follows: sincerity, punctuality and truthfulness.

2. পূর্ববর্তী কোন Sentence এর বিষয়ে কোন উদ্ধৃতি, উদাহরণ বা ব্যাখ্যার পূর্বে Colon ব্যবহৃত হয়

Example:
i. Explain the sentence: "Sweet are the use of adversity"
ii. There are two kinds of voice:
1. Active Voice
2. Passive Voice

3. Dialogue বা Drama তে বক্তার নাম এবং তার কথামধ্যে Colon বসে

Example:
i. Rita: How are you? Eva: I am fine.

Use of Question Mark [?]

কোন Sentence এ যদি প্রশ্ন বুঝানো হয় তাহলে সেই বাক্যের শেষে Question Mark বসবে।

Example: When are your coming?

Use of Exclamation [!]

বিস্ময় বা আশ্চর্য প্রকাশ করার জন্য Exclamation mark  ব্যবহার করা হয়।

Example: Alas ! I have failed again.

Use of Quotation Mark ['' '']

1. বক্তার কোন উক্তিকে অবিকল প্রকাশ করার জন্য Quotation Mark ব্যবহার করা হয়।

Example: Shelley said, '' I will have to go home early today.''

2. কোন নাম বা শব্দ উদ্বৃত করতে Quotation Mark ব্যবহার করা হয়।।

Example: ''Paradise Lost''  is a famous novel by John Milton.

Use of Hyphen [-]

যৌগিক শব্দের অংশগুলো যোগ করতে Hyphen ব্যবহৃত হয়।

Example: Brother-in-law.
Use of Dash [—]

চিন্তায় বা ভাব এ আকস্মিক পরিবর্তন বুঝাতে Dash বসে।

Example: Raj sold many things — land, furniture.

Use of Brackets [ () ]

কোন কিছু sentence এর মাঝে  sentence এর ধারা অপরিবর্তিত রেখে  ব্যাখ্যা দিতে Bracket ব্যবহার হয়।

Example: I have lost all ( I had twenty thousand taka with me)

Use of Apostrophe [‘]

1. Noun সমূহের Possessive case গঠন করতে Apostrophe ব্যবহৃত হয়।

Example: This is Matt's book.

2. সময় উল্লেখ করতে Apostrophe ব্যবহার করতে হয়।

Example: It is 8’o clock.

3. Contraction বা শব্দ সংক্ষেপণ Apostrophe এবং দুটি শব্দ কে যুক্ত করতে Apostrophe ব্যবহৃত হয়।

Example: Don’t touch the wet shirt.

Use of Capital letters

1. প্রত্যেক Sentence এর প্রথম word টি দিয়ে শুরু হয়।

Example: The rich are not always happy.

2. ইংরেজি কবিতার প্রতি লাইন এর প্রথম অক্ষর Capital letter হয়।

Example: The woods are lovely, dark and deep.

3. Proper noun এব Proper Adjective এর প্রথম letter টি Capital হয়।

Example: I met Erica yesterday. She likes Chinese foods.

4. বার, মাস, পর্ব, ও বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম letter টি capital হয়।

Example:
i. My mother came home on Sunday last.
ii. The Battle of Plessey took place in 1757.

5. Pronoun ''I'' এবং Interjection সর্বদাই Capital letter হয়।

i. If she wants, I shall help her.
ii. Alexander, the great, invaded India.

6. উপাধি বা তার Abbreviation সব সময় Capital letter দিয়ে লিখতে হয়।

Example: B.A.

7. Quotation এর প্রথম letter capital হয়।

Example: She said, ''Don’t touch the paintings.''

8. চিঠি পত্রের সম্বোধন করতে capital letter ব্যবহৃত হয়।

Example: My dear Mother, Dear Sir.

9. পুস্তক বা পুস্তিকার নামের প্রথম letter capital হয়।

Example: The Quran, The Bible

10. শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, সমিতি ও দলের নামের প্রত্যেক Word এর প্রথম letter capital হয়।

Example: Peter boys School.

11. বিষয়সমূহের প্রথম অক্ষর Capital হয়।

Example: English, French.

12. যানবাহন বা বিখ্যাত স্তানের নামের প্রথম অক্ষর Capital হয়।
Example: The Eiffel Tower

13. জাতি, ধর্ম, সম্প্রদায়ের নামের প্রথম অক্ষর Capital letter  হয়।

Example: The Muslim, the Christian.

0 Comments:

To be published, comments must be reviewed by the administrator.*Remember to Keep Comments Respectful and Avoid spamming!